দুই সেলফি ক্যামেরার ফোন এনেছে ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জিওক্স। ফোনটির মডেল ডুয়োপিক্স এফওয়ান। এই ফোনটির ডুয়েল সেলফি ক্যামেরায় বোকে ইফেক্টস রয়েছে। ফলে এই ক্যামেরার ছবিতে বৈচিত্র্য পাওয়া যাবে।
জিওক্সের নতুন ফোনটি ভারতের বাজারে বিক্রি হচ্ছে ৭ হাজার ৫৯৯ রুপিতে। কালো ও সাদা রঙে এই ফোনটি পাওয়া যাবে।
ফোনটির ফ্রন্টে আছে ৮ ও ২ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। এর ব্যাক ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। এই ক্যামরায় স্লো মোশন, টাইম ল্যাপ্সসহ নাইটমোড রয়েছে।
কমদামী ফোন হলেও এতে ফেস আইডি রিকগনিশন সিকিউরিটি রয়েছে।
জিওক্স ডুয়োপিক্স এফ ওয়ান ফোনটিতে ২.৫ ডি কার্ভড গ্লাস সমৃদ্ধ ৫ ইঞ্চির এইচডি আইপিএস ফুল লেমিনেশন ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১২৮০ x৭২০ পিক্সেল।
ব্যাকআপের জন্য ফোনটিতে ২৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি রম ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানো যাবে।
কানেকটিভিটির জন্য রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস।