কারিনা কাপুর একি বললেন

মজার সবকিছু November 29, 2017 1,668
কারিনা কাপুর একি বললেন

সম্প্রতি কারিনা কাপুরের ৯০ হাজার রুপির জামা নিয়ে অনলাইনে বেশ আলোচনার পরপরই খবর এসেছে জনপ্রিয় নায়িকা রানি মুখার্জির দামি জ্যাকেট ও বলিউড সুন্দরী উর্বশীর অবাক করা মূল্যের শাড়ি নিয়ে। আমাদের রম্যরসের নিয়মিত সমালোচক ভকাস আলী নিজেই এ নিয়ে কারিনা কাপুরের কাল্পনিক সাক্ষাৎকার গ্রহণ করেছেন।


কারিনা কাপুর : কী ব্যাপার, আজ আপনি যে? সাংবাদিক ভাইয়া কই?


ভকাস আলী : আমার আর আপনাদের মধ্যে অনেক মিল আছে বলেই রম্যরসের এ রকম সিদ্ধান্ত। কেননা, আমি সমালোচনা করতে পারদর্শী আর আপনি সমালোচিত হতে। সে যাই হোক, অনলাইনে একদিন আপনার জামা নিয়ে বেশ টানাটানি চলল।


কারিনা : কী যে বলেন। ওটা তো আমি আলমারিতে উঠিয়ে রেখেছি। টানাটানি হলো কখন?


ভকাস : হা হা হা হো হো... (অট্টহাসি)


কারিনা : আপনার দাঁতগুলো খুব সুন্দর, একদম আমার আলোচিত জামাটির রং (হলুদ)।


ভকাস : ইয়ে মানে... যা বলছিলাম, অনেকেই বলছেন আপনার ৯০ হাজার রুপির শার্টকে টেক্কা দিতেই রানি মুখার্জির এক লাখ ৩০ হাজার রুপির কালো জ্যাকেট আর সর্বশেষ উর্বশীর ৫৫ লাখের শাড়ি। এ ব্যাপারে আপনার মন্তব্য কী?


কারিনা : দেখুন, আপনি যদি সস্তা মার্কেট থেকে ১০০ টাকার লুঙ্গি কিনে কোম্পানির প্রচারের স্বার্থে সেটির দাম বাড়িয়ে ১০ হাজার টাকা বলেন। তাতে কারো কিছু করার আছে?


ভকাস : তাহলে কি ধরে নেব আপনার ক্ষেত্রেও…?


কারিনা : (মিষ্টি গলায়) ছি ভাইয়া... কী যে বলেন। আর আপনার হাসিটা কিন্তু সত্যিই দারুণ। আমি তো শুধু মজা করছিলাম।


ভকাস : ম্যাম, আমিও মূলত পাঠকদের মজাই দিচ্ছিলাম। ধন্যবাদ কারিনা কাপুর।


আর হ্যাঁ, এই আজাইরা, বানোয়াট সাক্ষাৎকার পড়ার জন্য পাঠক আপনাকেও ধন্যবাদ।