মৃত সুলতান সুলেমানকে নিয়ে চিন্তিত গিট্টু পরিবার

মজার সবকিছু November 27, 2017 1,187
মৃত সুলতান সুলেমানকে নিয়ে চিন্তিত গিট্টু পরিবার

আজ অনেকের মতন হাস্যরসের নিয়মিত পাঠক গিট্টু মামা পরিবার নিয়ে ‘সুলতান সুলেমান’-এর শেষ পর্ব দেখেন। সিরিয়াল শেষে হাস্যরস তাদের সাক্ষাৎকার গ্রহণ করে।


হাস্যরস : সুলতান সুলেমানের স্বাভাবিক মৃত্যু নিয়ে আপনাদের অনুভূতিগুলো যদি বলেন।


গেরো (গিট্টু মামার ছেলে) : আমার মনে হয়, সুলেমানকে রাস্তায় ভেজাল কিছু খাওয়ানো হয়েছিল। কেননা, গত পর্বে দেখেছি যে ঘোড়ায় চলতে চলতে হঠাৎ পেট চিপে পড়ে যেতে ধরেন।


বাঁধন (গিট্টু মামার মেয়ে) : আমার মনে হয়, সুলতানের মস্তবড় দাড়ি আর গোঁফের ভেতর কেউ বিষাক্ত উকুন ছেড়ে দিয়েছিল।


মিসেস গিট্টু : আমার মনে হয়, সুলতান মরেনি। আমি কলকাতার অনেক সিরিয়ালে দেখেছি, মরার কথা বলে আবারও সেই চরিত্র ফিরে আসে। তাই কবর দেওয়া না দেখালে বিশ্বাস করব না।


হাস্যরস : গিট্টু মামা, এবারে আপনি কিছু বলুন।


গিট্টু মামা : দেখুন, একাধারে আমার মেয়ের মাথায় প্রচুর উকুন, ছেলে বড্ড পেটুক আর স্ত্রী সিরিয়াল ভক্ত। তাই তারা তাদের মতন ভেবেছে।


কিন্তু আমি ভাবছি অন্য কথা, বাংলায় কেন তুর্কি রাজার এত জনপ্রিয়তা?