প্রশ্ন : আমার বড় ছেলের বয়স ৩১ বছর। সে যখন জন্মগ্রহণ করেছিল, তখন মাওলানা দিয়েই আমি তার নাম রেখেছিলাম ‘আবদুল্লাহ আল কাইয়ুম’। কেউ কেউ বলে, এই নামটি রাখা উচিত হয়নি। এটি নাকি আল্লাহর একটি নাম। যদি এই নামটি রাখা ঠিক না হয়ে থাকে, তাহলে আমার এখন কী করণীয়? তবে তাকে ডাকা হয় মামুন নামে।
উত্তর : আপনি যে বলেছেন, ‘কেউ কেউ বলেছে এই নামটি রাখা উচিত হয়নি’, তাঁরা আসলে আরবি ভাষার জ্ঞান না থাকার কারণে এই কথাটি বলেছেন। আপনার ছেলের নাম তো শুধু কাইয়ুম নয়, তার নাম হচ্ছে আবদুল্লাহ আল কাইয়ুম, কাইয়ুমের আবদ বা কাইয়ুমের বান্দা।
সুতরাং, তাঁদের এ বক্তব্য শুদ্ধ নয়; বরং এই নাম একেবারেই শুদ্ধ, গ্রহণযোগ্য নাম। এটি একটি সুন্দর নাম।
তবে শুধু কাইয়ুম নামে ডাকা জায়েজ নেই, এটি আল্লাহর নাম। যেহেতু আপনারা তাকে মামুন নামে ডাকেন, সেহেতু ‘আবদুল্লাহ আল কাইয়ুম’ নাম রাখায় কোনো অসুবিধা নেই।
সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''