চুল ধরে পানি থেকে উদ্ধার করবে

শিক্ষক-ছাত্র কৌতুক November 23, 2017 1,688
চুল ধরে পানি থেকে উদ্ধার করবে

শিক্ষক : তোমরা যদি কখনো দেখো কেউ পানিতে ডুবে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে তার চুল ধরে পানি থেকে উদ্ধার করবে।


ছাত্র : স্যার আপনি যদি ডুবে যান, তাহলে উদ্ধার করবো না।


শিক্ষক : কেন, আমি আবার কী অপরাধ করলাম?


ছাত্র : মানে, আপনার মাথায় তো চুল নেই।