মসজিদের নিচতলায় দোকান করা কি জায়েজ?

ইসলামিক শিক্ষা November 21, 2017 1,386
মসজিদের নিচতলায় দোকান করা কি জায়েজ?

প্রশ্ন : আমাদের এলাকার মসজিদটি আগে একতলা ছিল। সেই মসজিদটি ভেঙে আমরা চারতলা, পাঁচতলা করার চিন্তা-ভাবনা করেছি। এখন, মসজিদ নিচতলায় না করে, চার, পাঁচতলায় করে, নিচতলায় বাজার, দোকান, মার্কেট ইত্যাদি করা যাবে কি?


উত্তর : সুন্দর প্রশ্ন করেছেন। মসজিদের নিচে দোকান করতে কোনো ধরনের বাধা নেই। মসজিদের মাসয়ালাতে যদি মসজিদ ওপরে করে থাকেন, তবে সেটি মসজিদের জন্য থাকতে হবে। দোকান, বাজার বা মার্কেটের আয় হবে মসজিদের জন্য। এগুলো থেকে প্রাপ্ত আয় আপনারা ভাগাভাগি করে নিয়ে যাবেন, বিষয়টি এমন নয়। এটি জায়েজ নেই।


মসজিদের নিচের অংশটুকু যদি মার্কেট হয়, তাহলে সেটি মসজিদের স্বার্থে হতে হবে, মসজিদের মাসয়ালাতে হতে হবে।


এভাবে যদি করেন, তাহলে সেটি জায়েজ রয়েছে। এটি সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়ার মধ্যে অন্তর্ভুক্ত এবং তাঁরা বলেছেন, এই কাজটি জায়েজ। কিন্তু মসজিদ থাকতে হবে ওপরে অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় তলায়।


সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''