হোয়াটসঅ্যাপে কল পরিবর্তনের নতুন সুবিধা

ইন্টারনেট দুনিয়া November 21, 2017 1,524
হোয়াটসঅ্যাপে কল পরিবর্তনের নতুন সুবিধা

সোশ্যাল মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ একের পর এক নতুন ফিচার উন্মুক্ত করেই চলছে। চ্যাটিংয়ের পাশাপাশি ভয়েস কল - ভিডিও কলের সুবিধা এখন তো পুরনো হতে চলেছে।


তাহলে নতুন টা কী? নতুন হলো, এবার ভয়েস কলে কথা বলার সময় সংযোগ না কেটেই সরাসরি ভিডিও কল করা যাবে।


এই সুবিধার আগ পর্যন্ত ভয়েস কলের সংযোগ বিচ্ছিন্ন করে ভিডিও কল চালু করতে হতো হোয়াটসঅ্যাপে। এতে নতুন সংযোগ নেওয়ার কারণে কথাবার্তায় বেশ সমস্যাই হতো। খেই হারিয়ে ফেলতেন অনেকে। ফিচারটি চালু হলে বন্ধুদের সঙ্গে কথা বলার সময় কোনো ঝামেলা ছাড়াই কল পরিবর্তন করা যাবে।


প্রাথমিকভাবে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে এসব সুবিধা মিলবে। নতুন এ সুবিধার পাশাপাশি ভয়েস কল রেকর্ড করে বন্ধুদের পাঠানোর সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের দ্বারা কোনো বন্ধু অনলাইনে না থাকলেও প্রয়োজনীয় বার্তা রেকর্ড করে তাকে পাঠানো যাবে।


বন্ধু হোয়াটসঅ্যাপ খুললেই অগ্রাধিকার ভিত্তিতে আপনার বার্তা পেয়ে যাবেন।