অ্যাপ ভিত্তিক পরিবহন সেবার কারণে মানুষের আগ্রহ কমছে সিএনজিচালিত অটোরিকশার প্রতি। তারা চাইলেও আগের মতো যাত্রীদের জিম্মি করতে পারছে না। তাই বলে কি তারা হাল ছেড়ে দেবে? একদম না। প্রযুক্তির যুগে তারাও অ্যাপের আওতাভুক্ত হয়ে যাবে দ্রুত। হাস্যরস কাল্পনিকভাবে তেমন একটি রূপরেখা করেছে। আসুন দেখে নিই।
১. জমিদার অ্যাপ
রিকশাওয়ালাদের অ্যাপের নাম জমিদার। বাস্তবে ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে আচার-আচরণের ওপর ভিত্তি করে অ্যাপের নামকরণ করা হয়েছে। যখন লাগবে, তখন পাবেন।
শর্ত ১ : ট্র্যাফিকজ্যাম বাবদ দিতে হবে এক্সট্রা ২০ টাকা।
শর্ত ২ : বিপদ-আপদ বেশি হলে ভাড়াও বেশি (যদি উল্লেখ করেন)
২. নবাব অ্যাপ
সিএনজিওয়ালাদের জন্য নির্মিত অ্যাপ নবাব। যাদের টাকা প্রচুর আছে, তারা নবাব অ্যাপ ব্যবহার করে নবাবী কায়দায় চলাফেরা করতে পারেন। তবে তার জন্য আছে কয়েকটি শর্ত।
শর্ত ১ : মিটারে যাওয়া যাবে না।
শর্ত ২ : গ্যাসের দাম বাড়ছে, সুতরাং যাত্রীকে বেশি খরচ দিতে হবে।
শর্ত ৩ : পেঁয়াজের দাম বাড়ছে, যাত্রীকে ভাড়া বেশি দিতে হবে।
৩. মামা অ্যাপ
ঠেলাগাড়ি আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজেই লাগে। আর এর চাহিদা পূরণ করবে ঠেলাগাড়িদের জন্য নির্মিত অ্যাপ ‘মামা’। শর্ত একটাই ঠেলাগাড়ি আপনাকেই ঠেলতে হবে।