জনপ্রিয় চিনা অ্যান্ড্রয়েড অ্যাপ UC Browser-কে প্লে-স্টোর থেকে সরিয়ে দিল গুগল৷ এটি এমন এক ব্রাউজার যা ভারতে ব্যবহৃত বিভিন্ন অ্যাপের মধ্যে জনপ্রিয়তার নিরিখে একেবারে প্রথম সারিতেই রয়েছে৷ প্লে-স্টোরে গিয়ে সার্চ করে এখন দেখতে পাওয়া যাচ্ছে না এই অ্যাপটি৷
শুধু ভারতেই নয়, সমগ্র বিশ্বেই জনপ্রিয় এই ইউসি ব্রাউজারটি৷ এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪২০ লক্ষ, যার মধ্যে ভারতেই ১০০লক্ষ জন এটি ব্যবহার করে৷
কিন্তু কেন সরিয়ে নেওয়া হল জনপ্রিয় এই অ্যাপটি, এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে বারবার৷ জানা গিয়েছে, এই প্রথমবার নয়, এর আগেও ডেটা সংগ্রহের অভিযোগ উঠেছিল UC Browser-এর ওপর৷
যদিও গুগল প্লে-স্টোরে UC Browser Mini এবং New UC Browser রয়েছে৷ বিগত বেশ কয়েক বছরে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে এই অ্যান্ড্রয়েড অ্যাপটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে৷ এর মার্কেট শেয়ারও বেড়েছে কয়েক গুণ৷
চলতি বছরে অগস্টে শোনা গিয়েছিল, ইউসি ব্রাউজার থেকে ডেটা চিনে সরবরাহ করা হচ্ছে৷ তারপর থেকেই সরকারের পক্ষ থেকে এই অ্যাপ ব্যবহারের ওপর আপত্তি জানানো হয়৷ ২০১৫ সালে কানাডার এক গবেষক দাবি করেছিলেন, এই ব্রাউজার থেকে ব্যক্তিগত অনেক তথ্যই জেনে নেওয়া যেতে পারে৷ -কলকাতা২৪