৬ জিবি র‌্যামে এলো অপো এফ থ্রি প্লাস

মোবাইল ফোন রিভিউ November 14, 2017 1,868
৬ জিবি র‌্যামে এলো অপো এফ থ্রি প্লাস

৬ জিবি র‌্যামে এলো চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপো এফ থ্রি প্লাস। এই ফোনটি এতদিন ৪ জিবি র‌্যামে বাজারে পাওয়া যেত।


সম্প্রতি এফ থ্রি প্লাসের ৬ জিবি র‌্যামের ভার্সন ভারতের বাজারে আসে। যদিও ফোনটি বিল্টইন মেমোরি ৬৪ জিবিই থাকছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে।


কালো ও সোনালি এই দুইটি রঙে ফোনটি ভারতের বাজারে বিক্রি হচ্ছে ৩১ হাজার রুপিতে। ১৬ নভেম্বর থেকে ফোনটি ক্রেতারা হাতে পাবেন।


৬ জিবি র‌্যাম ছাড়া ফোনটির বাদবাকি কনফিগারেশন একই আছে।