এই প্রথম ট্যাব আনলো মটোরোলা

মোবাইল ফোন রিভিউ November 14, 2017 1,532
এই প্রথম ট্যাব আনলো মটোরোলা

লেনোভোর মালিকানাধীন প্রতিষ্ঠান মটোরোলা নতুন একটি ট্যাব বাজারে ছেড়েছে। এটিকে বলা হচ্ছে মটো ট্যাব। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবটিতে আছে ১০.১ ইঞ্চির ফুল এইচডি আইপিএস টাচস্ক্রিন ডিসপ্লে। এতে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।


এটি মটোরোলার প্রথম ট্যাব। যেটি পাওয়া যাবে এটিঅ্যান্ডটি অপারেটরে। যুক্তরাষ্ট্রের বাজারে ট্যাবটি বিক্রি হবে ১৭ নভেম্বর থেকে।


ট্যাবটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে মধ্যম ঘরানার চিপসেট ব্যবহার করা হয়েছে।


মটোরোলার নতুন এই ট্যাবটিতে আছে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে।


ট্যাবটি আল্ট্রা স্লিম প্রোফাইলে ডিজাইন করা হয়েছে। এতে সফট ব্যাক প্যানেল রয়েছে। ট্যাবটিতে ডলবি প্রযুক্তি সম্বলিত ডুয়েল স্পিকার আছে।


অ্যানড্রয়েড ৭.১ নুগাট অপারেটিং সিস্টম চালিত ট্যাবটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।


ট্যাবটির মূল্য ধরা হয়েছে ২৯৯.৯৯ ডলার।