সোমবার ভারতের বাজরে এসেছে Moto X4। লঞ্চের আগেই এই স্মার্টফোন নিয়ে কানাঘুষো ছিল ভালোই। মূলত দাম নিয়ে। তবে লঞ্চের পর জানা গেল, ২০,৯৯৯ (২৬ হাজার ৭৭৪ টাকা) থেকে শুরু হচ্ছে Moto X4-এর দাম।
3GB RAM ও 32GB স্টোরেজ মডেলটির দাম ২০,৯৯৯ (২৬৭৭৪ টাকা) এবং 4GB RAM 64GB স্টোরেজ যুক্ত মডেলটি ২২,৯৯৯ (২৯৩২৪ টাকা)-তে ছাড়া হয়েছে ভারতীয় বাজারে।
১৪ নভেম্বর মধ্যরাত ১২টা থেকে ফ্লিপকার্টে মিলবে লেনোভো’র Moto X4। ফ্লিপকার্টের তরফে লঞ্চ-অফার হিসেবে এক্সচেঞ্জে ২৫০০ রুপি ছাড় দেওয়া হচ্ছে। Motorola-র ফোন হলে তা ৩০০০ রুপি পর্যন্ত যেতে পারে।
Moto X4-এ 5.2 ইঞ্চ HD ডিসপ্লে রয়েছে। অক্টোকোর কোয়ালকমম স্ন্যাপড্রাগন 630-র সঙ্গে 2.2 GHZ প্রসেসর রয়েছে। হাই গ্রাফিক্সের জন্য অ্যড্রেনো 508 GPU উপভোগ করবেন মোবাইল-গেম প্রেমীরা।
ইন্টারন্যাল স্টোরেজ ছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত জায়গা বাড়ানো সম্ভব। Moto X4-এ 3000 mAh ক্ষমতাসম্পন্ন লিথিয়াম ব্যাটারি থাকবে। 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল ও 8 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে Moto X4-এ। নীল ও কালো –দুটি রঙে মিলবে Moto X4।
সূত্র: এনডিটিভি