ব্ল্যাক হেডস একটি অস্বস্তিকর সমস্যা। এই সমস্যায় অনেকেই ভোগেন। ত্বকের ছিদ্রের মধ্যে ময়লা ও তেল জমে ব্ল্যাক হেডস তৈরি হয়। ব্ল্যাক হেডসের কারণে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়, ত্বক কালচে হয়ে যায়। করতে তৈলাক্ত এবং শুষ্ক উভয় স্কিনেই এই সমস্যা দেখা দিতে পারে। অনেকে অনেক কিছু ব্যবহার করেও কোনো উপকার পায় না কিন্তু অল্প চেষ্টায় এ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আসুন এ ব্যাপারে জেনে নেই।
ব্ল্যাক হেড দূরীকরণে যা করণীয়. . .
উপকরণ
সুজি ১চা চামচ
মধু ১চা চামচ
খাঁটি দুধ এক চা চামচ
১চা চামচ লেবুর রস
সবগুলো উপকরণ এক সাথে মিশিয়ে তা ভালোভাবে মুখে লাগাতে হবে। যে সব যায়গায় ব্ল্যাকহেডস আছে সে সব যায়গায় ভালোভাবে লাগাতে হবে। এর পর আস্তে আস্তে আঙুলের ডগা দিয়ে ম্যাসেজ করতে হবে। ২০ মিনিট পর বিশুদ্ধ পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলেতে হবে। এতে করে মুখের তৈলাক্ততা ও ব্ল্যাক হেডস কমে আসবে।