ফরমালিন দূর করুণ মাত্র ১৫ মিনিটে

টুকিটাকি টিপস April 19, 2016 1,796
ফরমালিন দূর করুণ মাত্র ১৫ মিনিটে

শাকসবজি, ফলমুল কিংবা মাছ সবকিছুতেই এখন ফরমালিন আর ফরমালিন। তবে একটু কষ্ট করলেই এই বিষাক্ত ফরমালিন খুব সহজেই দূর করা যায়। হাতের কাছে যদি থাকে ভিনেগার আর মাত্র ১৫ মিনিট সময়, তাহলেই আপনার পরিবারকে ফরমালিনসহ যে কোনো ক্ষতিকর রাসায়নিক দ্রব্য থেকে সুরক্ষিত রাখতে পারবেন ।


পদ্ধতি- এক লিটার পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে শাকসবজি, ফলমুল কিংবা মাছ ১৫ মিনিট ভিজিয়ে রাখুন তারপর ভালো করে ধুয়ে নিন। খাবার এখন ফরমালিনসহ যে কোনো বিষাক্ত রাসায়নিক মুক্ত।


এ পদ্ধতিটির বিষয়ে মাইন্ডস.কম সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে উল্লেখ করেছে, ভিনেগার একটি শক্তিশালী এসিড জাতীয় পদার্থ হওয়ায় এটি যে কোনো ব্যাকটেরিয়া ৯৮শতাংশ দূর করতে পারে।


আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে এখুনি খোঁজ করুন ঘরে ভিনেগার আছে কি না? না থাকলে আজই কিনে নিয়ে আসুন। আর নিশ্চিন্ত থাকুন, সুস্থ থাকুন।"