

ফেসবুকের মাধ্যমেও এবার টাকা পাঠানো যাবে। এমনই একটি ফিচার যোগ করার চিন্তাভাবনা করা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায়।
সংবাদ সংস্থার খবর অনুযায়ী, পরীক্ষামূলকভাবে ফেসবুক চালু করতে চলেছে ‘রেড এনভেলপ’। এই ফিচারটি ব্যবহার করে টাকা লেনদেন করা যাবে। পাশাপাশি, চালু হচ্ছে আরো একটি ফিচার, ‘ব্রেকিং নিউজ’। এর সাহায্যে মানুষ পেয়ে যাবেন গরম খবর।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ওই দুটি ফিচারস নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা শুরু করেনি ফেসবুক। তবে ব্রেকিং নিউজ ফিচারটি পরীক্ষামূলকভবে চালু করা হবে। ‘রেড এনভেলপ’ কবে যোগ করা হবে তা নিয়ে এখনো কিছু বলেনি ফেসবুক।
উল্লেখ্য, ফেসবুক তার মেসেঞ্জার অ্যাপ-এ একটি গ্রুপ পেমেন্ট ফিচার যোগ করেছে। ওই ফিচার ব্যবহার করে গ্রুপের মধ্যে টাকা লেনদেন করা যায়।
সূত্র: ইন্টারনেট









