অনলাইনে নানা ধরনের গেম পাওয়া যায়। সেগুলো খেলে বাস্তবে কোনো পুরস্কার লাভ করা যায় না, কিন্তু অনলাইনে গেম খেলে বাস্তবে পুরস্কার পেলে কেমন হবে?
এগ—দ্য ডিম
নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সংখ্যক ডিম ভাঙার গেম এটা। এই গেম খেলে জয়ী হলে নির্দিষ্ট দোকান থেকে তিন টাকা প্রতি পিস হিসেবে ডিম কেনা যাবে।
দ্য মশারি
এ গেমটি মূলত স্বামী-স্ত্রীর মধ্যে খেলা হবে। গেমে যিনি জয়ী হবেন, সেদিন তিনি ঘরে মশারি টানানো থেকে মুক্তি পাবেন। যিনি হারবেন, তিনিই রাতে মশারি টানাবেন।
হাংগ্রি হান্টার
এই গেমে পৃথকভাবে বুনোহাঁস, বনমোরগ, হরিণ এসব মানুষের খাওয়ার উপযোগী বন্যপ্রাণী শিকার করার ব্যবস্থা থাকবে।
নির্দিষ্ট নিয়মে যিনি নির্দিষ্ট সংখ্যক বুনোহাঁস শিকার করবেন, নির্দিষ্ট রেস্টুরেন্টে হাঁসের মাংসে তিনি পাবেন বিশেষ ছাড়! এভাবে বনমোরগ শিকার করলে মুরগির মাংসে ছাড়, হরিণ শিকার করলে গরুর মাংসে ছাড় মিলবে।
সেভ দ্য পকেট
এ গেমটি প্রেমিক-প্রেমিকারা নিজেদের মধ্যে খেলবে। এ গেমটি আক্রমণাত্মক। খেলায় প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করাই মূল চ্যালেঞ্জ। যিনি এ গেমে বিজয়ী হবেন, সেদিন হেরে যাওয়া প্রতিপক্ষই ডেটিংয়ের সব খরচ বহন করবেন।