৮ জিবি র্যামের গেমিং ফোন আনলো রেজর। ফোনটি বিশেষভাবে গেমারদের জন্য তৈরি করা হয়েছে। ফোনটিতে আছে অনবোর্ড স্পিকার। এতে ১২০ গিগাহার্জের ডিসপ্লে সংযোজন করা হয়েছে। এছাড়াও এর কনফিগারেশন শক্তিশালী।
ফোনটি অনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হলোও গ্রাহকরা এটি হাতে পাবেন ১৭ নভেম্বর থেকে। মূল্য ৭০০ ডলার। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ৫.৭ ইঞ্চির শার্প আইজিজেডও ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের রেজুলেশন ২৫৬০x১৪৪০ পিক্সেল।
রেজরের এই ফ্লাগশিপ ডিভাইসটিতে ৮ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে রম বাড়িয়ে নেয়া যাবে। ব্যাকআপের জন্য ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
ছবির জন্য আছে ১২ মেগাপিক্সেলের রিয়ার এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ফোনটিতে হোম বাটন রয়েছে।