কাল্পনিক সাক্ষাৎকারে যা বললেন পেঁয়াজ

মজার সবকিছু November 1, 2017 1,320
কাল্পনিক সাক্ষাৎকারে যা বললেন পেঁয়াজ

পারিশ্রমিকের দিক দিয়ে সুপারস্টারের তকমা গায়ে লাগিয়েছে পেঁয়াজ। তাই বর্তমানে আলোচিত সমালোচিত পেঁয়াজ হট টপিক। প্রিয় পাঠক, আপনারা তো জানেনই হট টপিকের সাক্ষাৎকার নিয়ে সব সময় নিজেও হট টপিক হওয়ার চেষ্টা করে হাস্যরস। পেঁয়াজের কাল্পনিক সাক্ষাৎকার তার ব্যতিক্রম নয়।


হাস্যরস : কেমন আছেন স্যার?


পেঁয়াজ : আমি আপনার স্যার হলাম কী করে? আমি কি আপনারে পড়াইছি?


হাস্যরস : সেই স্যার না। আপনি তো এখন মহাতারকা। সে হিসেবে সম্মান করে স্যার বলে সম্বোধন করলাম।


পেঁয়াজ : আপনার কথা শুনে নিজের ঝাঁজে নিজেই কাঁদতে ইচ্ছে করছে। বাদ দেন। আসল কথায় আসেন।


হাস্যরস : আপনাদের দাম আকাশছোঁয়া কেন?


পেঁয়াজ : দামের দেখছেন কী? কয়দিন পর তো আমাদের দাম আকাশ থেকে মহাকাশে যাবে।


হাস্যরস : কেন কেন?


পেঁয়াজ : শুধু কোম্পানির প্রচারের জন্য।


হাস্যরস : কিন্তু এতে তো সাধারণ মানুষ কষ্ট পাবে?


পেঁয়াজ : ট্রাফিক জ্যামে ঘণ্টার পর ঘণ্টা যখন বসে থাকেন কিংবা বৃষ্টি হলে যখন রাস্তায় পানি হয়; তখন সাধারণ মানুষ কষ্ট পায় না? এইগুলা নিয়ে তো কিছু বলেন না। লাগছেন আমাদের পিছে। আসলে নরম মাটি সবাই খুঁড়তে পারে।


হাস্যরস : আপনারা কি নরম মাটি?


পেঁয়াজ : আগে ছিলাম, তবে এখন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন। আচ্ছা, আপনারা তরকারিতে এত পেঁয়াজ দেন কেন? আমরা কি বানের জলে ভাইসা আসছি?


হাস্যরস : না মানে তরকারিতে পেঁয়াজ, অর্থাৎ মসলাদি বেশি হলে মজা লাগে।


পেঁয়াজ : মজা নেবেন, মাগার দাম দেবেন না; এ কেমন বিচার?


হাস্যরস : অনেকে বলাবলি করছে, একটি গ্রুপ পরিকল্পিতভাবে আপনাদের দাম বাড়াইছে। ঘটনা সত্য?


পেঁয়াজ : এটা নিয়ে কিছু বলব না। বললে সম্পাদক সাহেব আপনার লেখা তো কাটবেন, মাঝখান থেকে আমার সাক্ষাৎকারটাও যাবে।


হাস্যরস : তার মানে আপনি হাস্যরসে সাক্ষাৎকার দিয়ে উচ্ছ্বসিত?


পেঁয়াজ : হাস্যরসে সাক্ষাৎকার দিয়ে উচ্ছ্বসিত হব কেন? আমি বরং মান-ইজ্জত নিয়ে চিন্তায় আছি। কেননা, বাসায় গেলে বউ বলবে নির্ঘাত, তোমাকে হাস্যরসও পচায়।


হাস্যরস : আপনাকে পচাব কেন? মাথা খারাপ? এমনিতেই যা দাম, পচলে তো আর দাম বাড়বে।