![যেভাবে ফেইসুবক আইডি হ্যাক হওয়া থেকে রক্ষা পাবেন](https://bdup24.com/thumb.php?src=media/2019/03/janabd-c4e31ce9f5234301af31f265b5714128.jpg&w=144&h=96)
![আপনার ফেসবুক প্রোফাইলে গোপনে কে আসে? জেনে নিন, এই সহজ উপায়ে](https://bdup24.com/media/2017/10/janabd-2c3339f366a420eb04c6b6c21b7746bf.jpg)
আপনার ফেসবুক প্রোফাইল কে দেখল, তা কি বের করতে চান? কিংবা কয়জন আপনার ফেসবুক প্রোফাইলে ঢুঁ মারল বা সর্বশেষ আপলোড করা ছবিটি কারা দেখল, সেটি জানতে চান?
ফেসবুক লাইক, শেয়ার, ইমোশন, মন্তব্য দেখার সুযোগ দেয়, কিন্তু কারা প্রোফাইল দেখে গেল, সেটি জানার সুযোগ দেয় না। কিছু কিছু অ্যাপ ব্যবহার করে অনেকে সেটি বের করার চেষ্টা করেন। কিন্তু অ্যাপের সে ফল ঠিকঠাক হয় না। সহজ কয়েকটি ধাপ অতিক্রম করলেই জেনে যাবেন আপনার ফেসবুক প্রোফাইল কে দেখল সে বিষয়টি। এ জন্য আপনাকে যা করতে হবে:
১. আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন।
২. আপনার টাইমলাইনে গিয়ে রাইট ক্লিক করে ‘ভিউ পেজ সোর্স’ নির্বাচন করুন।
৩. আপনি পুরো কোডভর্তি একটি পেজ পাবেন। বিভ্রান্ত হবেন না। এখান থেকেই কি-বোর্ডে কন্ট্রোল প্লাস এফ বাটন চাপুন। একটি সার্চ অপশন আসবে।
৪. সার্চ অপশন বক্সে ‘InitialChatFriendsList’ টাইপ করুন।
৫. এর পাশে নম্বরের একটি তালিকা পাবেন। আপনার টাইমলাইনে যাঁরা এসেছে তাঁদের ‘আইডি’র তালিকা পাবেন।
৬. ওই ব্যক্তি আপনার প্রোফাইল এসেছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য আপনি ‘facebook.com’ সাইটে যান এবং ফেসবুক ডটকমের পাশে স্ল্যাশ চিহ্ন দিয়ে আইডি পেস্ট করে দিন। উদাহরণ হিসেবে বলা যায়, যদি আইডি নম্বর হয় 100001825159730, তবে আপনি লিখবেন facebook.com/100001825159730
৭. মনে রাখতে হবে, প্রথম যে আইডিটি রয়েছে, সেটি আপনার প্রোফাইলে ঘন ঘন আসে আর যে আইডি সবার শেষে, সেটি কখনো ভুল করে হয়তো আপনার আইডিতে এসেছে।
তথ্যসূত্র: জি নিউজ
![যেভাবে ফেইসুবক আইডি হ্যাক হওয়া থেকে রক্ষা পাবেন](https://bdup24.com/thumb.php?src=media/2019/03/janabd-c4e31ce9f5234301af31f265b5714128.jpg&w=144&h=96)
![কীভাবে ফেসবুকে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করবেন](https://bdup24.com/thumb.php?src=media/2018/10/janabd-8e88fe29cb3a403b1a7e55b0bb87650d.jpg&w=144&h=96)
![ফেসবুকের ফেক প্রোফাইল থেকে সাবধান থাকবেন কীভাবে](https://bdup24.com/thumb.php?src=media/2018/09/janabd-74d8f6fc6822b5638a4db5594dfb21f3.jpg&w=144&h=96)
![ফেসবুকে যে ৫টি তথ্য কখনোই দেবেন না](https://bdup24.com/thumb.php?src=media/2018/09/janabd-edeac9b00d3c393830644d514471e7d0.jpg&w=144&h=96)
![যেভাবে হ্যাক হতে পারে আপনার ফেসবুক পাসওয়ার্ড](https://bdup24.com/thumb.php?src=media/2018/09/janabd-0d6a652110d37e4d630b426fd2d8d237.jpg&w=144&h=96)
![ম্যাসেঞ্জারে সিন অপশন বন্ধ করবেন যেভাবে](https://bdup24.com/thumb.php?src=media/2018/07/janabd-b106332f7d804fb52d509b941d316d18.jpg&w=144&h=96)
![ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা জানুন এখনি](https://bdup24.com/thumb.php?src=media/2018/06/janabd-1b1c877005bed0f5cdf2c97866a5787b.jpg&w=144&h=96)
![যেভাবে বুঝবেন আপনার মোবাইল অফিসিয়াল না আনঅফিসিয়াল](https://bdup24.com/thumb.php?src=media/2020/11/janabd-678cfa711851b3cba0b92e9ac040653f.jpg&w=144&h=96)
![অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গতি বাড়ানোর কিছু উপায়](https://bdup24.com/thumb.php?src=media/2018/11/janabd-cfb44b5dbf494da78553109dd32622e0.gif&w=144&h=96)
![সহজেই অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ বাঁচাবেন যেভাবে](https://bdup24.com/thumb.php?src=media/2018/08/janabd-2832278db23eb2cf6b294c510b7bad77.jpg&w=144&h=96)