চীনে ২ নভেম্বর আর১১এস স্মার্টফোন জনসমক্ষে উন্মোচন করবে অপো। নতুন এ মডেলটি আর১১ স্মার্টফোনের পরবর্তী সংস্করণ। এতে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা আছে।
টিজার ছবিতে ফোনটিতে মেটাল ইউনিবডি এবং রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গেছে। অপো আর১১এস স্মার্টফোনে ১০৮০*২১৬০ পিক্সেল রেজ্যুলেশনের ১৮:৯ অনুপাতের ৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে আছে। অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসরযুক্ত স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ৭.১.১ ন্যুগাট অপারেটিং সিস্টেমে চলে।
মাইক্রোএসডি কার্ড সমর্থনসহ স্মার্টফোনটিতে ৪জিবি র্যাম এবং ৬৪জিবি অভ্যন্তরীণ স্টোরেজ আছে। হ্যান্ডসেটটিতে ডুয়াল সিম ফাংশন, ১৬ ও ২০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। তাছাড়া সেলফি তোলার জন্য ফোনটিতে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। হ্যান্ডসেটটিতে ৩২০৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে বলেও শোনা যাচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া