রসুনের প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে। খুশকি দূর করার পাশাপাশি চুল ঝলমলে করতে তাই রসুনের শ্যাম্পু ব্যবহার করতে পারেন নিয়মিত। রসুন ও অ্যালোভেরার শ্যাম্পু বানিয়ে ফেলা যায় সহজেই। রুক্ষ ও প্রাণহীন চুলে জৌলুস ফেরাতে এই শ্যাম্পু ব্যবহার করুন সপ্তাহে কয়েকবার।
যেভাবে শ্যাম্পু তৈরি করবেন
- ১৫ থেকে ২০টি বড় রসুন নিন। খোসা ছাড়িয়ে ধুয়ে নিন রসুনের কোয়াগুলো।
- গ্রিন্ডারে ভালো করে গ্রিন্ড করুন রসুন।
- ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে আবার গ্রিন্ড করুন।
- মসৃণ পেস্ট তৈরি হলে মাইল্ড শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে তৈরি করে ফেলুন রসুনের শ্যাম্পু।
- রসুনের গন্ধ দূর করতে কয়েক ফোঁটা পিপারমিন্ট অয়েল মেশাতে পারেন।
যেভাবে শ্যাম্পু ব্যবহার করবেন
- চুলে তেল ম্যাসাজ করে অপেক্ষা করুন ১ ঘণ্টা।
- চুল ধুয়ে শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পুর বোতল ভালো করে ঝাঁকিয়ে নেবেন ব্যবহারের আগে।
- ৩ থেকে ৪ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন।
- চুল থেকে রসুনের গন্ধ না গেলে সুগন্ধিযুক্ত কন্ডিশনার বযবহার করতে পারেন।
- সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করুন এই শ্যাম্পু।
রসুনের শ্যাম্পু ব্যবহার করবেন কেন?
- রসুন প্রাকৃতিকভাবে চুল ঝলমলে করে।
- চুলের গোড়া মজবুত করতে পারে এটি।
- রসুনে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান মাথার ত্বকে জমে থাকা জীবাণু দূর করে। ফলে খুশকি দূর হয়।
- মাথার ত্বকের চুলকানি দূর করতে পারে রসুনের শ্যাম্পু।
- চুল পড়া বন্ধ করতে সাহায্য করে রসুন।
- চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের বৃদ্ধি দ্রুত করতে জুড়ি নেই রসুনের শ্যাম্পুর।
- অকালে চুল পেকে যাওয়া বন্ধ করে।
- রসুনে থাকা কপার চুল ঘন করতে সাহায্য করে।
- বিবর্ণ চুল প্রাণ ফিরে পায় নিয়মিত এই শ্যাম্পু ব্যবহারে।