এ যেন সংসার জীবনের হ্যাটট্রিক : মেসি

মজার সবকিছু October 25, 2017 1,117
এ যেন সংসার জীবনের হ্যাটট্রিক : মেসি

সময়ের সেরা তারকা লিওনেল মেসি। নাম শুনেই পরিচয় চিনে ফেলার কথা। আর যদি না চিনে থাকেন, তবে এই সাক্ষাৎকার আপনার না পড়লেও চলবে। যাকগে, ফুটবল জাদুকর মেসির এই সাক্ষাৎকার স্বপ্নে পেয়ে প্রকাশ করে দিয়েছেন এই রম্যলেখক।


প্রশ্ন : কী খবর জনাব, আছেন কেমন?


মেসি : ঝাক্কাস!


প্রশ্ন : বাহ! আপনার মধ্যে বেশ পরিমিতিবোধ দেখছি।


মেসি : অ্যাঁ..? কী বললেন, হেড দিতে গিয়ে মাথার ওপর দিয়ে যেন বল চলে গেল!


প্রশ্ন : প্রথম প্রশ্নের জবাব যেভাবে এক শব্দে দিলেন, তাই বলছিলাম আর কী। আচ্ছা, হেড মিস করলে কেমন লাগে?


মেসি : মনে হয় ‘বল বশীকরণ’ মন্ত্র শিখি! যাতে বল এসে মাথায় ঠিকঠাক বসে!


প্রশ্ন : আপনি কি জানেন, আপনি একজন বিশ্ব তারকা?


মেসি : জানা ছিল না। যখন স্বপ্নে হাস্যরস বিভাগ সাক্ষাৎকার নেওয়া শুরু করল, তখনই বুঝে গেলাম।


প্রশ্ন : কী বুঝলেন?


মেসি : বুঝলাম, বাংলাদেশ পর্যন্ত আমার নামডাক, তার মানে আমি নিশ্চয়ই সেই লেবেলের কেউ!


প্রশ্ন : হ্যাটট্রিক করে দলকে বিশ্বকাপে নিয়ে গেলেন। আপনার অনুভূতি কী?


মেসি : অনুভূতি? এই অনুভূতি নিয়ে কোন দেশে যেন ট্রলের বন্যা বয়ে গিয়েছিল, আমি শুনেছিলাম যেন কার কাছ থেকে। সে যাক, আমার অনুভূতি ছিল এ রকম, ‘উত্তপ্ত কড়াই থেকে এসে পড়লাম শীতল ঝর্ণাধারায়’।


প্রশ্ন : বলেন কী! কড়াই, ঝর্ণাধারা এগুলোর সঙ্গে ফুটবলের কী সম্পর্ক?


মেসি : শোনেন, আর্জেন্টিনা বিশ্বকাপে যেতে পারবে কি না, সে নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। বিশেষ করে আমাকে তো পারলে যেন শূলে চড়িয়ে দেয়। ফেসবুকে আমাকে নিয়ে মানুষের ট্রল দেখে তো মটকা আই মিন মাথা গেল হট হয়ে।


মনে হলো, আমি যেন উত্তপ্ত কড়াইয়ের মধ্যে রয়েছি। তারপর হ্যাটট্রিক করে দলকে বিশ্বকাপে লড়াইয়ে নিয়ে গেলাম, সবাই প্রশংসায় মেতে উঠল। মনে হলো, সেই কড়াই থেকে আরামের ঝর্ণাধারায় এসেছি।


প্রশ্ন : বাহ! আপনার মধ্যে কাব্যিকতার ভাব আছে দেখছি।


মেসি : না থাকলে কি আর প্রেম করে বিয়ের আগেই বাবা হয়ে যাই (চোখ টিপলেন মেসি)।


প্রশ্ন : তা আর বলতে! তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন। এ বিষয়ে কী বলবেন?


মেসি : এ যেন সংসার জীবনের হ্যাটট্রিক।


প্রশ্ন : কখনো বিশ্বকাপ ট্রফি নিজের হাতে নিতে পারবেন বলে মনে করেন?


মেসি : পারব না কেন। গেল বিশ্বকাপের ফাইনালের আগেই তো বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে ছবির জন্য পোজ দিলাম।


প্রশ্ন : প্রশ্নটা আপনার মাথার ওপর দিয়ে গেছে! হেড নিতে পারেননি।


মেসি : অ্যাঁ।


প্রশ্ন : জি, ধন্যবাদ।