বহু কষ্টে ব্রণ থেকে মুক্তি পেলেও বিব্রতকর দাগ রয়ে যায় ত্বকে। ব্রণের দাগ দূর করতে ঘরে তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেলের সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে তৈরি করা যায় এই ফেসপ্যাক।
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন অ্যালোভেরার ফেসপ্যাক
- একটি পাত্রে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন।
- ১ চা চামচ মধু মেশান।
- আধা চা চামচ লেবুর রস দিন মিশ্রণে।
- ত্বক পরিষ্কার করে আঙুলের সাহায্যে ঘষে ঘষে লাগান ফেসপ্যাকটি। চক্রাকারে ম্যাসাজ করবেন।
- ২০ মিনিট অপেক্ষা করুন।
- ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।
- ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
- সপ্তাহে দুইবার এই ফেসপ্যাক ব্যবহার করুন।
ত্বকে অ্যালোভেরার ফেসপ্যাক ব্যবহার করবেন কেন?
- অ্যালোভেরায় রয়েছে ভিটামিন এ, বি, বি১, বি২, বি৩, বি৬ এবং বি১২। এগুলো ত্বকের সুস্থতায় কার্যকর।
- ত্বকের লালচে ভাব দূর করতে পারে অ্যালোভেরা জেল।
- অ্যালোভেরায় রয়েছে অ্যান্টি-সেপ্টিক ও অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান। এগুলো বিভিন্ন জীবাণু থেকে সুরক্ষা করে ত্বককে।
- অ্যালোভেরা জেল ও লেবুর রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ব্রণ ও ব্রণের দাগ দূর করতে পারে।
- লেবুর রসে রয়েছে সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি। এগুলো ত্বক উজ্জ্বল ওরে ও ব্রণের দাগ দূর করে।
- মধু প্রাকৃতিকভাবে ত্বকে নিয়ে আসে জৌলুস।
- মধুতে থাকা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপাদান ব্যাকটেরিয়ামুক্ত রাখে ত্বক।
- অ্যালোভেরা জেলের সঙ্গে মধু ও লেবুর রস ধীরে ধীরে ব্রণের দাগ দূর করে ত্বক উজ্জ্বল ও কোমল করে।