

১২ জিবি র্যামে শক্তিশালী ব্যাটারির একটি ফোনের কনসেপ্ট প্রকাশ করেছে এইচএমডি গ্লোবালের মালিকানাধীন প্রতিষ্ঠান নকিয়া। ফোনটির মডেল নকিয়া ভিটেক। এই ফোনটিতে ৪২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ফোনটির তথ্য ও ছবি সম্প্রতি প্রকাশ পেয়েছে।
প্রকাশিত তথ্য মতে, নকিয়া ভিটেক হবে হাইএন্ড ফ্লাগশিপ। এতে থাকবে ৫.৫ ইঞ্চির সুপার অলিড ডিসপ্লে। এতে ফোরকে ডিসপ্লে ব্যবহার করা হবে। ফোনটি হবে আইপি ৬৮ সনদপ্রাপ্ত।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর সম্বলিত এই ফোনটিতে ১২ জিবি র্যাম ব্যবহার করা হবে। ফলে ফোনটি দিয়ে দ্রুত গতিতে কার্য সম্পাদন করা যাবে।
নকিয়া ভিটেকে ৫১২ জিবির বিল্টইন মেমোরি থাকছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি বাড়িয়ে নেয়া যাবে।
ব্যাকআপের জন্য ফোনটিতে ৭৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে।
ছবির জন্য নকিয়ার নতুন এই ফোনটিতে ৩২ মেগাপিক্সেলের দুইটি রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফির জন্য থাকছে ৪২ মেগাপিক্সেলের ক্যামেরা।
নকিয়া ভিটেকের প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে ৮১৯ ডলার।









