সঠিক যত্নের অভাবে চুল পড়ে পাতলা হয়ে যাচ্ছে? রাতে ঘুমানোর আগে ক্যাস্টর অয়েল ও নারকেল তেলের মিশ্রণ ম্যাসাজ করে নিন মাথার ত্বকে। পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। নিয়মিত এটি ব্যবহারে চুল হবে ঘন। জেনে নিন চুলে কীভাবে ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল।
যেভাবে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন চুলের যত্নে
- পরিমাণ মতো ক্যাস্টর অয়েল নিন।
- সমপরিমাণ নারকেল তেল মেশান।
- তেলের মিশ্রণে আঙুল ডুবিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন ৫ মিনিট।
- হালকা হাতে আরও ১০ মিনিট ম্যাসাজ করুন।
- চুলের গোড়ার পাশাপাশি চুলের আগায় লাগান তেল।
- চুল উঁচু করে বেঁধে নিন।
- ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
- রাতে ঘুমানোর আগেও ব্যবহার করা যায় ক্যাস্টর অয়েল।
- সপ্তাহে একবার অথবা দুইবার ব্যবহার করতে পারেন ক্যাস্টর অয়েল।
চুলে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন কেন?
- চুলের বৃদ্ধিতে সাহায্য করে ক্যাস্টর অয়েল।
- নতুন চুল গজানোর পাশাপাশি চুল ঘন করে এটি।
- ক্যাস্টর অয়েলে থাকা ভিটামিন চুলে নিয়ে আসে জৌলুস।
- চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমায় এই তেল।
- প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে চুল ঝলমলে করে ক্যাস্টর অয়েল।
- খুশকি দূর করতে সাহায্য করে।