বাজারে নতুন মোবাইল আনল মাইক্রোম্যাক্স

মোবাইল ফোন রিভিউ October 20, 2017 1,318
বাজারে নতুন মোবাইল আনল মাইক্রোম্যাক্স

বাজারে নতুন ফোন আনল মাইক্রোম্যাক্স। তারা ভারতের বাজারে আনল তাদের Yu Yuphoria মডেলটি। নতুন এই মডেলটির অপারেটিং সিস্টেমে রয়েছে Cyanogen OS 12।


পাশাপাশি মাইক্রোম্যাক্সের নতুন এই মডেলটিতে রয়েছে ১.২ গিগাহার্ৎজ প্রসেসর ও ২ জিবি ব়্যাম। এছাড়া ফোনটির ক্যামেরাও বেশ শক্তিশালী।


নতুন এই মডেলে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৫ ইঞ্চি এইচডি স্ক্রিনের এই মাইক্রোম্যাক্সের এই মডেলের ইন্টারনাল মেমোরি ১৬ জিবি।


তবে ব্যবহারকারী চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই মেমোরিকে বাড়াতে পারবেন। এছাড়া এই মডেলে রয়েছে শক্তিশালী ২২৩০ এমএএইচ ব্যাটারি। একাধিক রঙে দেশের বাজারে নতুন এই ফোনটি পাওয়া যাবে।