চুলের যত্নে প্রোটিন কন্ডিশনার

রূপচর্চা/বিউটি-টিপস October 19, 2017 1,494
চুলের যত্নে প্রোটিন কন্ডিশনার

প্রাণহীন চুল ঝরে পড়ছে? বিবর্ণ ও রুক্ষ চুলে জৌলুস ফেরাতে প্রোটিন কন্ডিশনার ব্যবহার করা চাই নিয়মিত। পার্লারে গিয়ে মাসে একবার অথবা দুইবার করিয়ে নিতে পারেন প্রোটিন ট্রিটমেন্ট। সময় না থাকলে ঘরেই তৈরি করে নিতে পারেন চমৎকার প্রোটিন কন্ডিশনার। জেনে নিন কীভাবে তৈরি ও ব্যবহার করবেন ঘরোয়া কন্ডিশনার।


ডিমের কন্ডিশনার

- একটি ডিমের সাদা অংশ ফেটিয়ে নিন।


- ১ টেবিল চামচ কন্ডিশনার মেশান।


- ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন মিশ্রণটি।


- চুল চার ভাগে ভাগ করে কন্ডিশনার লাগান চুলে। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগাবেন।


- ১৫ মিনিট অপেক্ষা করুন।


- ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।


- ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।


নারকেল দুধের কন্ডিশনার

- সাধারণ কন্ডিশনারের সঙ্গে সামান্য নারকেল দুধ মিশিয়ে নিন।


- গোসলের সময় চুলে ব্যবহার করুন এইএ কন্ডিশনার।


- শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে নিন।


- ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।


চুলের যত্নে প্রোটিন কন্ডিশনার ব্যবহার জরুরি কেন?

- প্রোটিন চুলের গোড়া মজবুত করে।


- নিয়মিত প্রোটিন ট্রিটমেন্টে চুল হয় স্বাস্থ্যোজ্জ্বল।


- চুল ঝলমলে ও নরম করতে কার্যকর প্রোটিন কন্ডিশনার।


- ডিম ও নারকেল দুধে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফ্যাট রয়েছে। এগুলো চুলের জন্য উপকারী।


- চুল দ্রুত বাড়ে প্রোটিন কন্ডিশনার নিয়মিত ব্যবহার করলে।


- বিবর্ণ ও রুক্ষ চুলের জন্য প্রোটিন কন্ডিশনারের বিকল্প নেই।


- চুল পড়া কমাতে সাহায্য করে।