চুল বিবর্ণ হয়ে ভেঙে যাচ্ছে? কয়েকটি তেল একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলে মিলবে চমৎকার ফল। তেলের মিশ্রণ সামান্য গরম করে চুলে ব্যবহার করুন। ব্যবহারের আগে অ্যালোভেরা জেল ঘষে ঘষে লাগান চুলে। এটি নিয়মিত ব্যবহারে চুল পড়া কমবে। এছাড়া চুলের বৃদ্ধি বাড়াতেও কার্যকর এটি। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন তেলের মিশ্রণ।
• যেভাবে তৈরি করবেন তেলের মিশ্রণ
- আধা কাপ ক্যাস্টর অয়েল নিন।
- ১ কাপ নারকেল তেল মেশান।
- ২ চা চামচ মিষ্টি আমন্ড অয়েল দিন।
- ২টি ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল সংগ্রহ করে মিশিয়ে দিন তেলের মিশ্রণে।
• যেভাবে ব্যবহার করবেন
- অ্যালোভেরা জেল মাথার ত্বকে ম্যাসাজ করুন ৫ মিনিট।
- চিরুনি দিয়ে আঁচড়ে নিন চুল।
- তোয়ালে গরম পানিতে ভিজিয়ে চুলে জড়িয়ে রাখুন ১০ মিনিট।
- এবার তেলের মিশ্রণ সামান্য গরম করে ঘষে ঘষে চুলের গোড়ায় লাগান। চুলেও ব্যবহার করুন।
- ১০ মিনিট ম্যাসাজ করুন।
- চুল বেঁধে রাখুন সারারাত।
- পরদিন সকালে শ্যাম্পু করে ফেলুন।
- সপ্তাহে দুইবার ব্যবহার করুন এটি।
• চুলে তেলের মিশ্রণ ব্যবহার করবেন কেন?
- নারকেল তেলে রয়েছে ভিটামিন ও মিনারেল যা প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করে চুল। ফলে ঝলমলে ও সুন্দর হয় চুল।
- ক্যাস্টর অয়েল চুল পড়া কমায় ও চুল ঘন করতে সাহায্য করে।
- মিষ্টি আমন্ড অয়েল চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।
- ভিটামিন ই অয়েল চুলে নিয়ে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। এছাড়া চুল স্বাস্থ্যোজ্জ্বল করে এটি।
- অ্যালোভেরা জেল চুল নরম ও ঝলমলে করে।