চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের হনর সিরিজের মধ্যম ঘরানার একটি ফোন বাজারে এলো। মডেল হনার সিক্স সি প্রো। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এটি অ্যানড্রয়েডের সর্বাধুনিক অপারেটিং সিস্টেম সম্বলিত। এছাড়াও শক্তিশালী কনফিগারেশন, বড় ডিসপ্লে ও ভালো মানের ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে আছে ৫.২ ইঞ্চির ডিসপ্লে। এইচডি ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। এই ডিসপ্লে ইউনিবডি ফর্ম ফ্যাক্টরে তৈরি। এতে আছে অক্টাকোর মিডিয়াটেক এমটি৬৭৫০ চিপসেট যার ক্লকস্পিড ১.৫ গিগাহার্জ। আছে মালি টি৮৬০এমপি২ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।
৩ জিবি র্যামের এই ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
স্টোরেজের জন্য আছে ৩২ জিবি বিল্টইন মেমোরি। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ফোনটিতে মাইক্রোইউএসবি পোর্ট রয়েছে। দুই সিমকার্ড স্লটের এই ফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ভারতের বাজারে ফোনটির মূল্য ১৩ হাজার ৭৫০ রুপি।