

প্রশ্ন : আমাদের দেশে বিভিন্ন প্রাইমারি স্কুল, হাইস্কুল ইত্যাদি আছে যেগুলো বিভিন্ন হিন্দু ভাই বা অন্য ধর্মের লোকজন দান করে গেছেন। এখন ওই স্কুলের ম্যানেজিং কমিটি ওই দান করা জমিতে যদি মসজিদ নির্মাণ করে, তাহলে ওই মসজিদে নামাজ আদায় করা কি সঠিক হবে?
উত্তর : ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। দান করার পর আসলে সেই জমিটি সমাজের অথবা জাতীয় সম্পদে পরিণত হয়ে গেছে। তাঁর এখানে আর কোনো অধিকার নেই। এটি সমাজের সম্পত্তিতে পরিণত হয়েছে। কমিটি যদি সেখানে মসজিদ নির্মাণ করে, সেই মসজিদে নামাজ পড়া জায়েজ এবং সেই মসজিদ নির্মাণ করাও জায়েজ, যেহেতু এই মসজিদটি জনস্বার্থে নির্মাণ করা হয়েছে। দান করার পরে এই সম্পদও মূলত জনস্বার্থে ব্যবহৃত হচ্ছে।
সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন









