ইমাম আংটি পরলে তাঁর পেছনে নামাজ হবে কি?

ইসলামিক শিক্ষা October 13, 2017 1,742
ইমাম আংটি পরলে তাঁর পেছনে নামাজ হবে কি?

প্রশ্ন : আমরা জানি, সুতা, দাগা বা আংটি পরা ইত্যাদি শিরক। কোনো ইমাম যদি তাঁর আঙুলে আংটি ব্যবহার করেন, তাহলে তাঁর পেছনে নামাজ আদায় করা সঠিক হবে কি?


উত্তর : আংটি পরা কিন্তু গর্হিত কাজ নয়। আংটি পরা সুন্নত, আরবিতে এটিকে খাতম বলা হয়ে থাকে। নবী (সা.) খাতম ব্যবহার করতেন, আংটি পরতেন। এটি সুন্নাহ পরিপন্থী কোনো কাজ নয়।


এখন ইমাম কি ওই আংটি পরেন, ওই আকিদা, যে আংটিতে ভাগ্য পরিবর্তনের কথা বলা আছে। যদি এই আকিদা হয়ে থাকে, তাহলে ইমামের এই আমলটুকু শিরকি আমল, এতে কোনো সন্দেহ নেই। এই ইমামের পেছনে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে, এতেও কোনো সন্দেহ নেই।


সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''