জন্মের পরে শিশুরা কেঁদে ওঠে কেন?

জানা অজানা October 11, 2017 2,772
জন্মের পরে শিশুরা কেঁদে ওঠে কেন?

জন্মের সময় প্রত্যেক শিশু কেঁদে ওঠে এমন বলা যায় না, কিন্তু কিছুক্ষণ পরেই তারা কেঁদে ওঠে, যে কান্নাতে শিশুটির মা হেসে ওঠে৷ এই মুহূর্তটাই বোধ হয় সবথেকে সুন্দর মুহূর্ত৷ কিন্তু শিশু জন্মের কিছুক্ষণ পরে কেন কেঁদে ওঠে তা হয়তো অনেকেই জানেন না।


বিভিন্ন গবেষণা অবশ্য বিভিন্ন মতামত তুলে ধরে৷ যেমন বলা হয়ে থাকে, শিশুটি মাতৃগর্ভে বেড়ে উঠতে থাকে৷ যেখানে কেউ তার ঘুমে ব্যাঘাত ঘটানোর চেষ্টা বা তাকে বিরক্ত করার চেষ্টা করে না৷ সেই পরিবেশে সে দীর্ঘদিন নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে থাকে৷ সেই শান্তাবস্থাই তার পছন্দের পরিবেশ হয়ে ওঠে৷


কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর হঠাৎই এক মুহূর্তে তার সবকিছু বদলে যায়, যা ওই টুকু একটা শিশুর পক্ষে মানিয়ে নেওয়া কঠিনতম একটি বিষয়৷


শুধু তাই নয়, ভেতরের পরিবেশে এবং বাইরের পরিবেশের মধ্যে পার্থক্য ভূমিষ্ঠ হওয়ার পরেই সে টের পায় শ্বাস-প্রশ্বাস নেওয়ার সময়৷ জানা যায়, জন্মের পর তার কান্নার ফলেই তার শ্বাস-প্রশ্বাস নেওয়ার ক্ষমতা, পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা আরও বেড়ে যায়৷


আবার অনেকক্ষেত্রে মনে করা হয়, ভূমিষ্ঠ হওয়ার পদ্ধতি শিশুর কাছে খুবই কষ্টকর হওয়ায় তারা কেঁদে ওঠে এবং তারপরে দীর্ঘক্ষণ ঘুমায়৷