বায়তুল্লাহ শরিফে কি ২৪ ঘণ্টাই নামাজ পড়া যায়?

ইসলামিক শিক্ষা October 10, 2017 1,294
বায়তুল্লাহ শরিফে কি ২৪ ঘণ্টাই নামাজ পড়া যায়?

প্রশ্ন : আমরা জানি যে, ফজর ও আসরের নামাজের পর কোনো নফল নামাজ নেই। এই নিয়মটি কি বায়তুল্লাহ শরিফের ক্ষেত্রে প্রযোজ্য? আমরা যতটুকু জানি, বায়তুল্লাহ শরিফে ২৪ ঘণ্টাই নামাজ পড়া যায়, কোনো নিষিদ্ধ সময় নেই। এটি একটু জানাবেন?


উত্তর : হ্যাঁ, ফজর ও আসরের নামাজের পরে কোনো নফল নামাজ নেই। এটি একটি বিধান। এটি বায়তুল্লাহর জন্যও, বাংলাদেশের জন্যও, পৃথিবীর সর্বত্রের জন্য প্রযোজ্য।


রাসুল (সা.) কোনো বিধান একটি নির্দিষ্ট জায়গার জন্য দিয়েছেন, অন্য জায়গার জন্য দেননি; এটি ইসলামের মধ্যে নেই। এটি সাধারণ একটি বিধান, বায়তুল্লাহ শরিফসহ সব ক্ষেত্রেই প্রযোজ্য।


আপনি বলেছেন, আমরা জেনেছি, বায়তুল্লাহ শরিফে ২৪ ঘণ্টাই নামাজ আদায় করা যায়, এ বক্তব্যও শুদ্ধ নয়।


নামাজের নিষিদ্ধ সময় যেটি, সেটি প্রতিটি স্থানের জন্যই প্রযোজ্য, বায়তুল্লাহর জন্যও প্রযোজ্য। আপনি যদি বায়তুল্লাহর মধ্যে যান, তাহলেও আপনার জন্য আসর ও ফজরের পরে নফল নামাজ আদায় করা নিষিদ্ধ।


সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''