প্রশ্ন : নামাজরত অবস্থায় যদি বাসায় এসে কেউ কলিংবেল বাজায়, তখন কি ওই অবস্থায় দরজা খোলা যাবে?
যদি কোনো মহিলার স্বামী এসে দরজায় বেল দেয়, ওই মহিলা হয়তো নামাজে সূরা ফাতিহা পড়ছেন, তখন কি সূরা ফাতিহা পড়া থামিয়ে দরজা খুলে দিয়ে বাকি সূরাটি পড়লে হবে? এটা কি করা যাবে?
উত্তর : নামাজের মধ্যে যদি কেউ আগমন করে থাকে এবং ঘরের মধ্যে এমন কেউ না থাকে যে দরজা খুলে দেবে, আর দরজা খুলে দেওয়াটাও জরুরি, হতে পারে আগত ব্যক্তির কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে বা প্রয়োজন থাকতে পারে, সে ক্ষেত্রে তিনি নামাজরত অবস্থায়, নামাজ থেকে এসে দরজা খুলে দিতে পারবেন। খুলে দেওয়ার পর যেখানে নামাজ আদায় করছিলেন, সেখান থেকে অংশগ্রহণ করতে পারবেন। এটি জায়েজ।
এই সময়টার মধ্যে কোনো কথা বলার প্রয়োজন নেই বা কোনো উত্তর দেওয়ারও প্রয়োজন নেই। তিনি শুধু দরজাটা খুলে দিয়ে এসে নামাজে দাঁড়িয়ে যাবেন। যেখানে শেষ করেছিলেন, সেখান থেকে শুরু করবেন।
সূত্রঃ এনটিভি ''আপনার জিজ্ঞাসা''