চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের হনর সিরিজের নতুন একটি ফোনের তথ্য ফাঁস হয়েছে। ফোনটির মডেল হনর সিক্স সি প্রো। ফোনটি শিগগিরই বাজারে আসবে বলে ধারণা করা হয়েছে।
ইতালি এবং জার্মানির প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে ফোনটির তথ্য মিলেছে।
প্রকাশিত তথ্য মতে, হনরের নতুন ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এতে ৫ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে ৩ জিবি র্যাম রয়েছে।
এতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকছে।