কার্বন ফাইবারে আসছে নতুন ব্ল্যাকবেরি

মোবাইল ফোন রিভিউ October 9, 2017 939
কার্বন ফাইবারে আসছে নতুন ব্ল্যাকবেরি

ব্ল্যাকবেরির নতুন একটি ফোন বাজারে আসছে। এটি ব্ল্যাকবেরি মোশন। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এটি কার্বন ফাইবারে তৈরি কর হয়েছে। ফলে ফোনটি যেমন হালকা-পাতলা হবে তেমনি হবে শক্তপোক্ত।


সম্প্রতি এই ফোনটির ফাস্ট লুক প্রকাশ পেয়েছে।


ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর থাকছে। এতে ৪ জিবি র‌্যাম থাকার কথা রয়েছে। এর ব্যাটারি হবে অনেকটাই শক্তিশালী। ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হবে।


ফোনটিতে ১০৮০ পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে থাকছে। তবে ডিসপ্লের আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়নি।