বৈবাহিক ক্ষেত্রে প্রেমিকাকে বিয়ে করে স্বামী হিসেবে ব্যক্তিগত পদোন্নতি
শোনো, এখন আর ওইসব বাউন্ডুলেগিরি করে ঘোরা চলবে না, এখন তুমি আমার হাজবেন্ড!
বিয়ের পর পুরো শ্বশুরবাড়ি এলাকার জামাই হিসেবে
পেয়ে যাবেন দ্বিতীয় পদোন্নতি
আরে আপনে এলাকার জামাই মানুষ, আপনার কাছ থেকে বিল নিমু নাকি, রাখেন তো...
দু-এক বছরের মধ্যেই বাবা হওয়ার মাধ্যমে সামাজিক পদোন্নতি
আমাদের বিয়া হইল না, তোর বাচ্চা হইয়া গেল। তুইতো পুরাই আংকেল
হয়ে গেলি রে...
প্রেমের ক্ষেত্রে
প্রথমে ক্রাশ আপনার দিকে তাকিয়ে লজ্জিত ভঙ্গিতে একটুখানি
হাসলে, পেয়ে গেলেন প্রথম পদোন্নতি
হাসছে রে! আমাদের তো তাইলে বিয়ে হবে!
ক্রাশ যদি নিজ থেকেই কথা বলে, এর মানে দ্বিতীয় পদোন্নতি
কথা কইছে রে! আমাদের তো তাইলে বিয়ে হবে!
প্রেমের প্রস্তাবে সাড়া দিলে পেয়ে যাবেন তৃতীয় স্তরের পদোন্নতি
মন চায় উড়তে উড়তে... মন চায় উড়তে উড়তে...
এলাকার পোলাপানদের ক্ষেত্রে
এলাকার বিখ্যাত বড় ভাইকে চেনেন, এমন গল্প দেয়ার মাধ্যমে
বন্ধুমহলে প্রাথমিক পদোন্নতি
আসলাম ভাইয়ের সঙ্গে তো আমার খুবই ক্লোজ সম্পর্ক,
প্রায়ই কথাবার্তা হয়! বুঝোস ব্যাটা কিছু?
প্রথমে এলাকার বড় ভাই খোঁজখবর নিলে বড় ভাইয়ের
পরিচিত হিসেবে পদোন্নতি
আরে, মোখলেস না? তোরে প্রায়ই দেখি এদিকে, খবর কী?
এরপর এলাকার বড় ভাইয়ের সঙ্গে টং দোকানে চা-সিগারেট
খাওয়ার মাধ্যমে ফাইনাল পদোন্নতি
আরে সিগারেট খাইলে খাও, লজ্জার কিছু নাই। আমরা আমরাই তো...