অপোর ‘সেলফি মাস্টার’ ফোন

মোবাইল ফোন রিভিউ October 6, 2017 2,082
অপোর ‘সেলফি মাস্টার’ ফোন

এবছরের মে মাসে বাজারে আসে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপোর ফোন এফ থ্রি। এই ফোনটির বিক্রির সাফল্যের ধারবাহিকতায় এবার আসছে অফো এফ ফাইভ। এই ফোনটিকে বলা হচ্ছে ‘সেলফি মাস্টার’।


এই ফোনটি নিয়ে অপো বেশ জোরেশোরে প্রচারণা চালাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশের এই ফোনটি নিয়ে বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে। এসব বিজ্ঞাপনে মডেল হয়েছেন ফিলিপাইনের মডেল ও অভিনেতা অ্যালডেন রিচার্ডস এবং একই দেশের কণ্ঠ ও নৃত্যশিল্পী সারাহ গিরোনিমো।


অপো এফ ফাইভ ফোনটির রিয়ারে একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। রিয়ারে আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।


তবে ফোনটি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি অপো। ফোনটির পোস্টার দেখে এটি সম্পর্কে খুব বেশি একটা ধারণা মেলে না। তবে জানা গেছে এই ফোনটির সেলফি ক্যামেরা হবে দুইটি। ফ্রন্ট ক্যামেরা বিশেষ ফিচার ব্যবহার করা হয়েছে। এই কারণেই একে সেলফি মাস্টার বলা হয়েছে।


ফোনটিতে ৬ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হবে। ফুল এইচডি ডিসপ্লের রেজুলেশন ২৮৮০x১৪৪০ পিক্সেল। স্ক্রিন টু বডি রেশিও ১৮:৯। এই বছরই ফোনটির বাজারে আসতে পারে।