৬ জিবি র‌্যামে আসছে এইচটিসির ফ্লাগশিপ ফোন

মোবাইল ফোন রিভিউ October 2, 2017 1,852
৬ জিবি র‌্যামে আসছে এইচটিসির ফ্লাগশিপ ফোন

উন্মুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসির নতুন একটি ফ্লাগশিপ ডিভাইস। মডেল এইচটিসি ইউ ওয়ান ওয়ান প্লাস। এই ফোনটির


বিশেষত্ব হচ্ছে এতে ৬ জিবি র‌্যাম এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।


ফোনটি ‘এইচটিসি টু কিউ ফোর ডি ২০০’ কোড নেমে তৈরি হচ্ছে। এইচটিসির এই ফোনটি তৈরি করছে চীনের থ্রিসি নামের একটি প্রতিষ্ঠান। ইতোমধ্যে ফোনটির


চীনের সার্টিফিকেশন অথোরিটি টিইএনএএ থেকে ছাড়পত্র পেয়েছে। ধারণা করা হচ্ছে ফোনটি এবছরের শেষ নাগাদ বাজারে আসবে।


হাইএন্ড সিরিজের এই ফোনটিতে আছে ৫.৯৯ ইঞ্চির কোয়াডএইচডি এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৮৮০x১৪৪০ পিক্সেল। এতে এজ টু এজ ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট এবং ৬ জিবি র‌্যাম রয়েছে।


ফোনটিতে ১২৮ জিবি রম আছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।


অ্যানড্রয়েড ৭.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে ১২ মেগাপিক্সেলের রিয়ার এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।


এইচটিসি ইউ ওয়ান ওয়ান ফোনটির প্রত্যাশিত মূল্য ৭৯৯ ডলার।