চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই নতুন একটি ফোন বাজারে আনতে কাজ করছে। ফোনটির মডেল জেডটিই নুবিয়া জেড১৭ লাইট। হাইএন্ড সিরিজের এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়াও এতে শক্তিশালী কনফিগারেশন রয়েছে।
নুবিয়ার নতুন ফোনটিতে ৫.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। ডিসপ্লের ১০৮০x১৯২০ পিক্সেল।
অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অক্টাকোর ১.৪ গিগাহার্জের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫৩ প্রসেসর। স্টোরেজের জন্য আছে ৬৪ জিবির বিল্টইন মেমোরি।
ছবির জন্য ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফির জন্য আছে ১৬ মেগাপিক্সেলের সেলফি শুটার।
ব্যাকআপের জন্য আছে নন-রিমুভেবল ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
ফোনটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।