সাধারন জ্ঞানের আসর - ১৩৮তম পর্ব

সাধারণ জ্ঞান September 28, 2017 3,000
সাধারন জ্ঞানের আসর - ১৩৮তম পর্ব

১। বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ, যেখানে গাড়ি চালানোর অনুমতি নেই?

= নারীদের (বর্তমানে অনুমোদনের অপেক্ষায় আছে)


২। বিশ্বে বজ্রপাতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় কোন দেশে?

= বাংলাদেশে


৩। বাতাসের গতিবেগ কমিয়ে দিতে সক্ষম?

= তালগাছ


৪। সারা পৃথিবীতে যত মানুষ বজ্রপাতে মারা যায়, তার এক চতুর্থাংশ মারা যায়?

= বাংলাদেশে


৫। ১৯৫৮ সালে ক্রেডিট কার্ড চালু করে?

= ব্যাংক অব আমেরিকা


৬। প্রথম ইসলামিক ক্রেডিট কার্ড (সাদিক) চালু করে?

= স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক


৭। মাতারবাড়িতে বিদ্যুৎকেন্দ্র, অর্থনৈতিক জোন প্রকল্পের সঙ্গে জড়িত কোন দেশ?

= জাপান


৮। বাংলাদেশে কোন ব্যাংক সর্বপ্রথম ক্রেডিট কার্ড সেবা প্রচলন করে?

= স্ট্যান্ডার্ড চার্টার্ড ( তৎকালীন এএনজেড গ্রিন্ডলেজ)


৯। প্রকৃতিকন্যা নামে ব্র্যান্ডিং করা হচ্ছে কোন জেলাকে?

= সিলেট


১০। বর্তমানে দেশে সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে কয়টি?

= ৯টি ( সর্বশেষ: ময়মনসিংহ)