সাড়ে ৮ হাজার টাকায় দুই জিবি র‍্যামের ট্যাব আনল সিম্ফনি

মোবাইল ফোন রিভিউ September 27, 2017 1,928
সাড়ে ৮ হাজার টাকায় দুই জিবি র‍্যামের ট্যাব আনল সিম্ফনি

দেশের বাজারে ‘সিম ট্যাব ২৫’ নামে নতুন একটি ট্যাব এনেছে স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি।


৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লের এই ট্যাবটি অ্যান্ড্রয়েড ন্যুগাট ৭.০ অপারেটিং সিস্টেমে চালিত। ট্যাবটিতে রয়েছে পাওয়ারফুল ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর এবং ২জিবি ডিডিআরথ্রি র‍্যাম।


১৬জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা সম্বলিত এই ট্যাবটিতে রয়েছে ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং সেলফি তোলার জন্য ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরাতে ফিচার হিসেবে রয়েছে ফেস বিউটি মোড, প্যানারোমা মোড, নাইট মোড, প্রফেশনাল মোড এবং ফ্ল্যাশ ল্যাম্প। ৩৫০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি দিবে দীর্ঘ সময় চার্জ থাকার নিশ্চয়তা। এছাড়া ট্যাবটিতে ওটিজি সুবিধাও রয়েছে।


নীল এবং সোনালী রংয়ে এই ট্যাবটি পাওয়া যাচ্ছে মাত্র ৮,৪৯০ টাকায়।