

বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বেজ স্টোরেজ থাকে ৩২ জিবি। কিন্তু অ্যান্ড্রয়েড রয়েছে অনেক অ্যাপ। তাই অনেক বেশি অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে ব্যবহারকারিকে ফোনের মেমোরি থেকে এসডি কার্ড মেমোরিতে অ্যাপ ট্রান্সফারের প্রয়োজন পড়ে। তবে সবসময় সব অ্যাপ আপনি এসডি কার্ডে ট্রান্সফার করতে পারবেন না। এমনকি অনেক অ্যান্ড্রয়েড ফোন এই সুবিধা দেয় না।
আবার ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এসডি কার্ডে ট্রান্সফার করা হলে অ্যাপটিতে রেগুলার আপডেট পাঠানো হয়না। আবার ফোন থেকে এসডি কার্ড তুলে নেওয়া হলে এই অ্যাপ আর দেখা যাবেনা।
আবার গুগলের নিজস্ব অ্যাপ এবং ফোনে আগে থেকে দেওয়া অ্যাপগুলোও ট্রান্সফার করা যাবেনা। তবে যেসকল অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপ ট্রান্সফারের সুবিধা রয়েছে সেখানে কিভাবে ট্রান্সফার করবেন সে প্রক্রিয়াটি দেওয়া হল-
ধাপ ১- ফোনের সেটিংস অপশন থেকে অ্যাপ ম্যানেজমেন্ট সেকশনে যান। এখানে ফোনে ইন্সটল হওয়া সব অ্যাপের তালিকা দেখাবে। এখান থেকে একটি অ্যাপ নির্বাচন করলে সেই অ্যাপের আলাদা সেটিংস দেখা যাবে।
ধাপ ২- এবার এই অ্যাপ সেটিংস এ মুভ করা যাবে এমন অ্যাপে 'মুভ টু এসডি কার্ড' অপশন আসবে।
ধাপ ৩- এবার 'মুভ টু এসডি কার্ড' নির্বাচন করে প্রক্রিয়াটি সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ধাপ ৪- একবার অ্যাপটি মুভ করা হয়ে গেলে আবার যদি ইন্টারনাল মেমোরিতে ফেরত নিতে চান তাহলে আবার এই একই অপশনে গিয়ে 'মুভ টু ফোন স্টোরেজ' নির্বাচন করলেই ইন্টারনাল মেমোরিতে চলে যাবে।
সূত্র: গ্যাজেটস নাউ









