চমক নিয়ে আসা শাওমি রেডমি নোট ৫ স্মার্টফোনে কী থাকছে

মোবাইল ফোন রিভিউ September 24, 2017 1,162
চমক নিয়ে আসা শাওমি রেডমি নোট ৫ স্মার্টফোনে কী থাকছে

শাওমির জনপ্রিয় রেডমি সিরিজের নতুন স্মার্টফোন রেডমি নোট ৫ বাজারে আসছে শীঘ্রই। সম্প্রতি জানা গেছে স্মার্টফোনটির কিছু সম্ভাব্য ফিচার।


গ্যাজেটস টু ইউজ নামক একটি ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে স্মার্টফোনটিতে থাকনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট। শাওমি রেডমি নোট ৫-এ থাকতে পারে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে।


৩ গিগাবাইট এবং ৪ গিগাবাইট র‍্যামের আলাদা দুটি ভ্যারিয়েন্টে বাজারে আসবে স্মার্টফোনটি যাতে ইন্টারনাল স্টোরেজ থাকবে যথাক্রমে ৩২ ও ৬৪ গিগাবাইট।


প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ফোনটিতে থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা। এর একটি আরজিবি ১৬ মেগাপিক্সেল সেন্সর এবং অপরটি মনোক্রোম ৫ মেগাপিক্সেল সেন্সর। ফোনটিতে ব্যবহার করা হতে পারে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।


এর সম্ভাব্য অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ন্যুগাট। দাম সর্ম্পকে কোনো তথ্য এখনও প্রকাশ করেনি শাওমি।