

ভারতের হ্যান্ডসেট নিমাতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্সের সাবসিডিয়ারি ফের বাজারে আনছে ইউরেকা সিরিজের স্মার্টফোন। মডেল ইউ ইউরেকা টু। ভারতের বাজারে এই ফোনটির মূল্য ১১ হাজার ৯৯৯ রুপি।
প্রতিষ্ঠানটি দাবি করছে এই টাকায় এই ফোনই বাজার চলতি ফোনের মধ্যে বেস্ট। লুকসও দুর্দান্ত। ইউরেকা ব্ল্যাক ও ইউ-এর সাফল্যের পর আশা করাই যায়, গ্রাহকরা এই নতুন প্রোডাক্ট নিয়ে নিরাশ হবেন না। আসুন দেখে নেওয়া যাক, কী কী ফিচার্স থাকছে স্মার্টফোনটিতে।
মেটাল বডির এই ফোনটিতে আছে সাড়ে পাঁচ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এতে ২.৫ ডি গ্লাস ব্যবহার করা হয়েছে। ৪ জিবি র্যামের এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ অক্টাকোর প্রসেসর রয়েছে।
ছবি তোলার জন্য ইউরেকার নতুন ফোনে আছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় নাইট মোড, বিউটি মোড বা মাল্টি শটসের মতো অনেক অপশন থাকছে।
ফোনটির ৩৯৩০ এমএএইচের ব্যাটারিতে ২৪ ঘণ্টা টানা গান শোনা যাবে। এতে ৩.০ ফাস্ট চার্জিং থাকছে। থাকছে অ্যানড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেম। ইউরেকা সিরিজের ষষ্ঠ স্মার্টফোন এই ইউ ইউরেকা টু।









