বিভিন্ন ব্যক্তির নানারকম ক্লিনআপ করতে চাওয়া

মজার সবকিছু September 24, 2017 1,649
বিভিন্ন ব্যক্তির নানারকম ক্লিনআপ করতে চাওয়া

আজ (২৪ সেপ্টেম্বর) ‘ওয়ার্ল্ড ক্লিনআপ ডে’। অর্থাত্ বিশ্ব পরিষ্কার করে ফেলা দিবস। এই দিবসে যদি বিভিন্ন ব্যক্তিকে সুযোগ দেওয়া হতো যে তাদের জীবন থেকে যেকোনো একটি জিনিস ক্লিন করে ফেলা যাবে অর্থাত্ মুছে ফেলা যাবে, তবে কারা কী ক্লিন করত তা এবার দেখে নেওয়া যাক—


ছ্যাঁকা খাওয়া ব্যক্তির ক্ষেত্রে :এরা মন থেকে প্রেমে ছ্যাঁকা খাওয়ার স্মৃতি মুছে ফেলত।


বিবাহিত জীবনে অতিষ্ট ব্যক্তির ক্ষেত্রে :এনারা মন থেকে পরাধীন হওয়ার দিনটি মুছে ফেলে দিতো অর্থাত্ বিয়ের স্মৃতি মুছে ফেলত।


ফাঁকিবাজ শিক্ষার্থীর ক্ষেত্রে :এনারা মন থেকে জীবনের সকল পরীক্ষার রেজাল্টের স্মৃতির কথা ভুলে যেতে চাইত।


চট্টগ্রাম ও খুলনাবাসীর ক্ষেত্রে :এনারা জলাবদ্ধতা মুছে ফেলতে চাইত।


ঢাকাবাসীর ক্ষেত্রে :এনারা সারাজীবনের জন্য যানজট মুছে ফেলতে চাইত।