তাল কত প্রকার ও কী কী? উদাহরণসহ ব্যাখ্যা

মজার সবকিছু September 24, 2017 5,239
তাল কত প্রকার ও কী কী? উদাহরণসহ ব্যাখ্যা

▶তাল


সাধারণত তাল গাছে যে ফল ধরে সেটাই তাল। এই তাল আবার বয়সভেদে বিভিন্ন রকম। যেমন—কাঁচা তাল, গো-তাল, পাকা, আবার পচা তাল। এছাড়া তালের সিজনে ধরা তালকে বতরে তাল বলে। ও অসময়ে ধরা তালকে ভারাসে তাল বলা হয়। এই তাল দিয়ে পিঠা হয়। তাই তো বন্ধুুকে ভালোবেসে... ভাদ্র মাসে তালের পিঠা... খায় না কত কাল... বন্ধু আসো না ক্যান?? গানটা শোনা যায়।


▶হরতাল


এক প্রকারে বিশেষ ধরনের তাল হলো হরতাল। এটা সচারচার আমাদের দেশেই বেশি দেখা যায়। এটা সুশীল ও সভ্য সমাজের কিছু সভ্য শান্ত মানুষের দ্বারা সৃষ্ট একটা উপকারী বস্তু। যার ফলে বছরের পর বছর দেশের অর্থনীতির ১২টা বাজে।


▶করতাল


স্টেজ শো, পার্টি, কনসার্ট ও হাট বাজারের অলিতে গলিতে লেকচার মেরে তাবিজ-কবজ বিক্রির মতো মজমাগুলোর প্রাণ হলো করতাল। বিশেষ করে সার্কাস খেলা ও নজরবন্দি খেলাগুলোতে করতাল খুবই উপকারী একটা ট্যাবলেট।


▶মাতাল


আমার মনে মানুষ তিন প্রকার। ১. জীবিত, ২. বিবাহিত ৩. মাতাল। মানুষ নিজের ভিতরের কুশক্তির বহিঃপ্রকাশ ঘটাতে যে ঘৃণিত উপকরণ বিশেষ করে গাঁজা, মদ, তাড়ির মতো পচা গলা বাসি জিনিস খেয়ে যে অন্য ভুবনের সন্ধান পায়। উক্ত নেশা সামগ্রী খেয়ে মানুষের ভিতর যে পরিবর্তন পরিলক্ষিত হয় সেটাই মাতাল।


▶বেতাল


তাল আর বেতাল, দুধ ও গো-চুনার মতো একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। যেখানে কোনো তাল নাই সেটাই বেতাল।