ডুয়াল ক্যামেরাযুক্ত ভিভো এক্স২০, এক্স২০ প্লাস উন্মুক্ত

মোবাইল ফোন রিভিউ September 23, 2017 755
ডুয়াল ক্যামেরাযুক্ত ভিভো এক্স২০, এক্স২০ প্লাস উন্মুক্ত

এক্স২০ এবং এক্স২০ প্লাস নামে নতুন দুটি স্মার্টফোন জনসমক্ষে উন্মোচন করল ভিভো। স্মার্টফোনগুলো গোল্ড, রোজ গোল্ড এবং মেট ব্লাক রঙে বাজারে আসবে। চীনে ৩০ সেপ্টেম্বর থেকে ফোনগুলো বিক্রি হবে। এক্স২০ ৬৪জিবি এবং ১২৮ জিবি সংস্করণের দাম রাখা হয়েছে যথাক্রমে ৪৫৫ ও ৫১৬ মার্কিন ডলার। অন্যদিকে এক্স২০ প্লাসের দাম রাখা হয়েছে ৫৩১ মার্কিন ডলার।


ভিভো এক্স২০ এবং এক্স২০ প্লাস স্মার্টফোনদ্বয় ফানটাচ ইউজার ইন্টারফেসভিত্তিক অ্যান্ড্রয়েড ৭.১.১ ন্যুগাট অপারেটিং সিস্টেমে চলে। স্মার্টফোনগুলোতে আদ্রেনো ৫১২ জিপিইউসহ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর আছে। উভয় ডিভাইসে ৪জিবি র‌্যাম এবং ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। তবে আলাদা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬জিবি পর্যন্ত স্টোরেজ ব্যবহার করা যাবে। ভিভো এক্স২০ স্মার্টফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও আছে।


উভয় ফোনেই ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। রিয়ার ক্যামেরার একটিতে ১২ মেগাপিক্সেল সেন্সর এবং অন্যটিতে ৫ মেগাপিক্সেল সেন্সর আছে। তাছাড়া এতে এফ/১.৮ অ্যাপার্চার, ওআইএস এবং এলইডি ফ্ল্যাশ রয়েছে। ফোনটিতে সফট এলইডি ফ্ল্যাশ এবং এফ/২.০ অ্যাপার্চারসহ ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে।


মেটাল বডি ডিজাইনের ডিভাইসগুলো হাইব্রিড ডুয়াল সিম ফাংশন সমর্থন করে। হ্যান্ডসেটগুলো ফোরজি, ভিওএলটিই, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং জিপিএস সমর্থন করে। ভিভো এক্স২০ এবং এক্স২০ প্লাসের মধ্যে ব্যাটারি এবং ডিসপ্লেতে পার্থক্য। ভিভো এক্স২০ স্মার্টফোন ২১৬০*১০৮০ পিক্সেল রেজ্যুলেশনে ১৮:৯ অনুপাতের ৬.০১ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে আছে। এতে ৩৪২৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি বিদ্যমান। অন্যদিকে ভিভো এক্স২০ প্লাসে ১৮:৯ অনুপাতে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে আছে। ফাস্ট চার্জিং প্রযুক্তিসহ এতে ৩৯০৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে।