সাধারণত তৈলাক্ত ত্বকে ব্রণের সমস্যা বেশি হয়। আর ব্রণ থেকে একসময় গর্ত বা কালো দাগ হয়। এসব সমস্যা কমাতে ব্যবহার করতে পারেন কলার খোসা। এ ছাড়া ত্বক উজ্জ্বল করতেও ব্যবহার করতে পারেন এই খোসা। ব্রণ কমাতে ও ত্বক উজ্জ্বল করতে কলার খোসা ব্যবহারের কথা জানিয়েছে জীবনধারা-বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
▶ব্রণ দূর করতে
• একটি পাত্রের মধ্যে দুই চামচ মধু নিন।
• একটি পরিষ্কার কলার খোসা নিন। খোসার সাদা অংশে মধু মাখুন।
• এরপর আক্রান্ত স্থানে কলার খোসা লাগান এবং হালাকাভাবে ঘষুন।
• এরপর দ্রুত মুখ ধুয়ে ফেলুন।
• তবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হলে এটি ব্যবহার করবেন না।
▶ত্বক উজ্জ্বল করতে
• এক পিস কলার খোসা, দুই টেবিল চামচ ওটমিল, দুই টেবিল চামচ চিনি, এক টেবিল চামচ কাঁচা দুধ নিন।
• কলার খোসা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিন।
• ব্ল্যান্ড করা কলার খোসা একটি পাত্রে রাখুন। এর মধ্যে একে একে অন্যান্য উপাদানগুলো মেশান।
• এই স্ক্রাবটি মুখে ও শরীরে ঘষুন। ২০ থেকে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।