

গুগলের ফাই প্রকল্পের অংশ হিসেবে জনসমক্ষে উন্মোচিত হলো মটোরোলার মটো এক্স৪ স্মার্টফোন। গুগল এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ফাই প্রকল্পের স্মার্টফোনটি কবে নাগাদ বিশ্বব্যাপী ছাড়া হবে তা এখনও জানায়নি গুগল।
গুগলের বাইরের কোন স্মার্টফোন হিসেবে অ্যান্ড্রয়েড মটো এক্স৪ স্মার্টফোনই প্রথম ফাই প্রকল্পের আওতাধীন হলো। এর আগে নেক্সাস এবং পিক্সেল স্মার্টফোনগুলো ফাই প্রকল্পের আওতাধীন ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ৩৯৯ মার্কিন ডলার। ফোনটি কালো এবং রূপালী রঙে বাজারে আসবে। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে ফোনটির প্রিঅর্ডার শুরু হয়ে গেছে।
মটোরোলার স্মার্টফোনগুলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আসলেও অ্যান্ড্রয়েড ওয়ান মটো এক্স৪ স্মার্টফোনে অনবোর্ড বিশুদ্ধ অ্যান্ড্রয়েড উপস্থিত। মটো ভয়েস, মটো অ্যাকসেসের মতো অ্যাপগুলো এই হ্যান্ডসেটে পাওয়া যাবে না। তবে মটো জেশ্চার অ্যাপটি এখানে আছে।
মটোরোলার মূল প্রতিষ্ঠান লেনোভো এ মাসের শুরুতে মটো এক্স৪ স্মার্টফোনটি উন্মুক্ত করেছিল। সেসময় প্রতিষ্ঠানটি জানিয়েছিল মটো এক্স৪ স্মার্টফোন গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যামাজন অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট সমর্থন করবে। কিন্তু অ্যান্ড্রয়েড ওয়ান মটো এক্স অ্যালেক্সা সমর্থন করে না।
অ্যান্ড্রয়েড ওয়ান মটো এক্স৪ স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা বিদ্যমান। এতে ১২ মেগাপিক্সেল ডুয়াল অটোফোকাস পিক্সেল সেন্সর, ১২০ ডিগ্রী ফিল্ড অব ভিউসহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর আছে। প্রাইমারি ১২ মেগাপিক্সেল ক্যামেরায় এফ/২.০ অ্যাপার্চার এবং সেকেন্ডারি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল এফ/২.২ অ্যাপার্চার আছে। সেলফি ভক্তরা এফ/২.০ অ্যাপার্চারের ১৬ মেগাপিক্সেল ক্যামেরা পাবে। স্মার্টফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার অনবোর্ড ব্যপারি আছে। হ্যান্ডসেটটি ১৫ ওয়াট টারবো পাওয়ার সমর্থন করে।









